মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার
যাত্রা ও পথচলা
২০০১ সালে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একদল তরুণ ও উদ্যমী যুবকের হাত ধরে ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের তাজমহল রোডে গড়ে উঠে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার। প্রতিষ্ঠার শুরু থেকেই মেধাকুঞ্জ সুনামের সাথে শিক্ষার্থীদের স্কুলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে মেধাকুঞ্জে ১০০০ এর অধিক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীর একাডেমিক কার্যক্রমের আওতায় অধ্যয়নরত রয়েছে। মেধাকুঞ্জের বোর্ড পরীক্ষা প্রস্তুতি ব্যাচগুলো বিগত কয়েক বছর ধরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে।
মেধাকুঞ্জে আমরা শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের প্রতি গুরুত্বারোপ করে থাকি। আমরা বিশ্বাস করি ভালো ফলাফল করতে নিবিড় অধ্যবসায় ও মানসম্মত পাঠদানের কোনো বিকল্প নেই।
সুশান্ত সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক
২০২১ সালের সাফল্য গাঁথা
মেধাকুঞ্জের মূল ভিত্তি
মূল্যবোধ
সহশিক্ষা কার্যক্রম বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদানের পরিপূরক। একজন শিক্ষার্থী যাতে মেধা ও মননে, ত্যাগে ও নৈতিকতায়, শিক্ষা ও আদর্শে আপোষহীন হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, তার নৈতিক ভিত্তি গড়ে তোলার কাজে মেধাকুঞ্জে আমাদের সম্মানিত শিক্ষকগণ নিরলস প্রয়াস করে থাকেন।
সততা
পরীক্ষায় যেকোনো মূল্যে সাফল্য অর্জন করা নয়, বরং সততার সাথে পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবেই – মেধাকুঞ্জে আমরা কোমলমতি শিক্ষার্থীদের মনে সততার এই বীজ বপন করে থাকি। আমাদের প্রতিষ্ঠানের সফলতার মন্ত্রঃ Honesty, Integrity, and Diligence.
পরিশ্রম
সাফল্যের কোনো শর্টকাট নেই। সঠিক দিকনির্দেশনা ও অনুশীলন করলে একজন শিক্ষার্থী সফল হবেই। মেধাকুঞ্জের নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করবেই, আর ভালো ফলাফল করতে পরিশ্রমের কোনো বিকল্প নেই।